Home / Breakfast / Teler pita তালের পিঠা
9 February, 2018

Teler pita তালের পিঠা

Posted in : Breakfast on by : admin

Materials talerpita

Rhythm 1500 grams of rice powder

50 grams of flour

4 eggs

50 grams of sugar

Like the amount of salt

Purl two cups of coconut

1½ teaspoon baking powder

উপকরণ

 

তাল          ১  টি

চালের গুঁড়া ৫০০ গ্রাম

সুজি          ২৫০ গ্রাম

ডিম           ৪ টি

চিনি           ২৫০ গ্রাম

লবণ   পরিমাণ মত

নারিকেল কুঁচি  ২ কাপ

বেকিং পাউডার  ১/২ চামচ

Cake brewing rules

The first will take the palm juice. Bhemje flour to light. The 1 cup dry rice powder, flour, eggs, sugar, coconut purl, baking powder and mix well to palm juice. Well put the lid on 7-8 hours to keep the swelling will not arise until a lump of salt have to be raised. The vessel with water and cooking pots should be tied up with a thin face 1. Wait until the heat does not arise with the steam vessel. When thin wafers heat up the spoon on the lid and let the yeast . The lid over the pan to see if the swelling is short . When the swelling down, signature cakes and serve .

 

পিঠা বানানোর নিয়ম

প্রথমে তালের রস নিতে হবে। সুজি হালকা করে ভেঁজে নিতে হবে । এবার ১ টি শুকনো পাত্রে  চালের  গুঁড়া , সুজি  , ডিম , চিনি, নারিকেল কুঁচি, বেকিং পাউডার  ও তালের রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে ঢাকনা লাগিয়ে  ৭-৮ ঘণ্টা ফুলে না উঠা পর্যন্ত রেখে দিতে হবে ।ফুলে উঠলে লবণ মিশাতে হবে । এবার হাঁড়ীতে পানি দিয়ে হাঁড়ীর মুখ ১ টি পাতলা কাপড় দিয়ে  বাঁধতে হবে । হাঁড়ীতে বেশি জ্বাল দিয়ে ভাপ না উঠা পর্যন্ত  অপেক্ষা করুন । ভাপ উঠলে পাতলা কাপড়টির উপর ২ চামচ করে পিঠার খামি দিয়ে ঢাকনা দিন । অল্প কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন পিঠা ফুলে উঠছে কিনা । ফুলে উঠলে নামিয়ে  পরিবেশন করুন তালের পিঠা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *