মাত্র ৫ মিনিটে ফ্রুট কাস্টার্ড রেসিপি
প্রয়োজনীয় উপকরণ:
* তরল দুধ – ২ কাপ * কাস্টার্ড পাউডার – ৩ টেবিল চামচ * চিনি – ১/৩ কাপ * পছন্দমত যে কোন ফ্রুট
প্রস্তুত প্রণালী:
প্রথমে কাসুট পাউডার কিছুটা তো নিয়ে গুলিয়ে একটা বাটিতে আলাদা করে রাখতে হবে। এবার একটি প্যানে দুধ গরম করে নিয়ে তাতে অল্প অল্প করে কাস্টার্ড পাউডার গুলো মিশিয়ে দিয়ে রান্না করতে হবে। এর মধ্যে চিনি দিয়ে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে পাঁচ মিনিটের মত রান্না করে নামিয়ে নিতে হবে। কিছুটা ঠান্ডা হয়ে এলে তাতে ফ্রুট মিশিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এরপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন ফ্রুট কাস্টার্ড।
Fruit custard recipe in just 5 minutes Easy Fruit Custard Recipe
Required Materials:
* Liquid milk – 2 cups * Custard powder – 3 tbsp * Sugar – 1/3 cup * Any fruit of choice
Method of preparation:
First, take some custard powder and mix it and keep it separately in a bowl. Now heat the milk in a pan and mix the custard powder little by little and cook it. Mix everything well with sugar and cook for five minutes. When it cools down a bit, mix it with fruit and keep it in the fridge for an hour. Then serve cold Healthy Fruit Custard .