১০ মিনিটে ডিমের কাবাব রেসিপি | ডিম ও আলু দিয়ে অসম্ভব মজাদার কাবাব রেসিপি | Egg Kabab Easy Recipe | How to Make Egg Kabab |

প্রয়োজনীয় উপকরণ:

* সেদ্ধ আলু – ২ টি * সেদ্ধ ডিম – ২ টি * পেঁয়াজ কুচি – ১/৩ কাপ * কাঁচা মরিচ কুচি – ২ টেবিল চামচ * ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ * চাট মসলা/গরম মসলা – ১ চা চামচ * গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ * লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ * লবণ পরিমাণমতো * ভাজার জন্য তেল

প্রস্তুত প্রণালী:

একটি পাত্রে আলো এবং ডিমগুলোকে গ্রেট করে নিয়ে তাতে সবগুলো মসলা দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর কাবাবের সেপ করে হালকা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে গেল ঝটপট ডিমের কাবাব।

Egg Kebab Recipe in 10 minutes Incredibly delicious kebab recipe with eggs and potatoes

Required Materials:

* Boiled potatoes – 2 t * Boiled eggs – 2 * Chopped onion – 1/3 cup * Crushed green chillies – 2 tbsp * Chopped coriander leaves – 2 tbsp * Chaat masala/garam masala – 1 tsp * Chilli powder – 1/2 tsp * Red chilli powder – 1 tsp * Salt in moderation * Oil for frying

Method of preparation:

Grate the light and eggs in a bowl and mix it with all the spices. After that, after frying the kebabs in light oil, instant egg kebabs were made.